
প্রকৃতির রোষানলে রাজধানী আগরতলা শহর সহ গোটা ত্রিপুরা৷ ১৩ হাজারের বেশী মানুষ ত্রাণ শিবিরে আশ্রিত। মাঝারি ও অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে গত ৪ দিন ধরে৷ সোমবার সকালের বৃষ্টিতে রাজধানী আগরতলা শহর জলে ডুবুডুবু অবস্থায় পরিণত হয়েছে৷ স্তব্ধ হয়ে পড়েছে স্কুল, কলেজ, অফিস, আদালত৷ ব্যহত স্বাভাবিক জনজীবন। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।
শহরের রাস্তাঘাট জলের তলায় ডুবে রয়েছে৷ বানভাসী অবস্থা থেকে কোনভাবেই রেহাই পাচ্ছে না মানুষ৷ হালকা মাঝারি বৃষ্টিতেই রাজধানী আগরতলা শহরে জল জমে রাস্তাঘাট জলের তলায় ডুবে যাচ্ছে৷ ছড়া নালা গড়িয়ে জল ঢুকেছে মানুষের বাড়ি ঘরে, দোকানপাটে আবার কোথাও কোথাও সরকারি অফিসেও৷
রাজধানী আগরতলা শহরের বেশিরভাগ রাস্তা ঘণ্টার পর ঘণ্টা জলের তলায় নিমজ্জিত৷ তাতে রীতিমতো দিশেহারা সাধারণ মানুষ৷ সুকল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা শিক্ষাঙ্গণে যেতে জটিল সমস্যার সম্মুখীন৷ প্রাইভেট টিচারের বাড়িতেও যেতে পারছে না অনেকেই৷
অফিস কামাই করতে হচ্ছে অনেককেই৷ জরুরি কাজে বাড়ি থেকে বের হয়ে অনেককে আটকে পড়তে হয়েছে বানভাসী আগরতলা শহরের কোন না কোন জায়গায়৷ এ অবস্থা থেকে উত্তোরণের পথ খুঁজে পাওয়া যে সহজ নয় ইতিমধ্যে তা বুঝতে সক্ষম হয়েছেন আগরতলা শহর ও শহরতলীর জনগণ৷
এজন্য অনেকেই বিগত সরকারের অপরিকল্পনা মাফিক রাস্তাঘাট ও জল নিষ্কাশনী কভার্ড ড্রেন তৈরি করাকেই দায়ী করেছেন৷ এছাড়াও রয়েছে একাংশের স্বার্থান্বেষী জনগণের সরকারি জমি দখল করে নেয়ার প্রবণতা৷ অনেক জায়গাতেই জল নিষ্কাশনী ড্রেন দখল করে রেখেছে ওইসব স্বার্থান্বেষীরা৷
আইএ/পাবলিক ভয়েস