
মধ্যপ্রাচ্যে সংঘাতের ক্ষতচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে পরিত্যক্ত এই বাড়ি৷ ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর আরব-ফিলিস্তিনিদের ওই এলাকা ছাড়তে বাধ্য করা হয়৷ জেরুজালেমের পশ্চিমপ্রান্তের প্রবেশমুখ থেকেই নজরে পড়বে বাড়িটি৷ খবর ডয়েচে ভেলে।

মিলিয়ন ডলারের বিমানবন্দর এভাবে ধ্বংসস্তুপ হয়ে আছে৷ রাফা এলাকায় গাজা আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য এটি৷ ২০০২ সালে ফিলিস্তিনিদের দ্বিতীয় ‘ইন্তিফাদা’ বা অভ্যুত্থানের পর ইসরায়েল বিমান হামলা চালিয়ে বিমানবন্দরটি ধ্বংস করে দেয়৷ বুলডোজারে গুড়িয়ে দেওয়া হয় রানওয়ে৷

দ্বিতীয় ইন্তিফিদার সময় ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের হেলিকপ্টারটি ধ্বংস করে দিয়েছিল৷ বর্তমানে পাখাহীন এই কপ্টারটি ফিলিস্তিনিদের শাসিত গাজা এলাকায় প্রদর্শন করা হচ্ছে৷

জাতিসংঘ শান্তিরক্ষীদের বাফার জোন থেকে পাঁচ কিলোমিটার দূরের এলাকা এটি৷ ১৯৬৭ সালে যুদ্ধের পর পরিত্যক্ত হওয়া মসজিদ এটি৷ মসজিদটিতে আজান ও নামাজ হয় না৷ কেবল চলতিপথে মসজিদের দেয়ালে গ্রাফিতি এঁকে দিয়ে যায় পর্যটকরা৷

মধ্যপ্রাচ্যে বর্তমান সংঘাতের শেকড় বহু পুরোনো৷ ১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হলেও তার সাক্ষ্য এখনো বহন করছে পুরাতন এই চৌকি৷ অবশ্য চৌকির দেয়ালে ম্যুরাল করা হয়েছে কয়েক বছর আগে৷
আইএ/পাবলিক ভয়েস