প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৫, ৮:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০১৯, ১০:০৭ অপরাহ্ণ
বিশ্বকাপের টুকিটাকি

শেষ হয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। দীর্ঘ ৪৪ বছর পর ইংল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বিশ্ববাসী দেখলো নতুন ক্রিকেট চ্যাম্পিয়ন। এর আগে সর্বোচ্চ ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেয়িলা, ২বার করে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। ১ বার করে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ইংল্যান্ড এবারই প্রথম শিরোপা জয়েরে স্বাদ পেয়ে পাকিস্তান ও লঙ্কানদের পাশে নাম তুলেছে।
ক্রিকেটের জন্ম দেওয়া ইংল্যান্ড এর আগে ৩ বার ফাইনাল খেলেছে। প্রতেকবারেই শিরোপার কাছে গিয়ে হতাশ হয়েছে ইংলিশরা। এবারও শিরোপা বঞ্চিত হয়েই যাচ্ছিলো। ভাগ্যের জোরে শেষ পর্যন্ত সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে রোমাঞ্চকর জয়ে শিরোপা তুলতে পেরেছে। এর মধ্য দিয়ে ৪ বছরের জন্য স্থগিত হলো বিশ্বকাপ উন্মাদনা। তো দেখে নেয়া যাক এবারের দ্বাদশতম বিশ্বকাপের কিছু উল্লেখ্যযোগ্য তথ্যকণিকা।
লীগ পর্বের ৪৫ ম্যাচ ও সেমিফাইনাল-ফাইনাল সহ দশ দলের ৪৮ ম্যাচের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয়েছে নিউজ্যিলান্ড। ফাইনাল পর্যন্ত ৪৮ ম্যাচ সর্বদলীয় রান সহ খুঁটিনাটি অন্যান্য তথ্য নিয়েই এই আয়োজন।
- মোট রান: ২২৪৩৫।
মোট উইকেট পড়েছে: ৬৭৫টি।
মোট বোলার: ৮৪ জন।
ছক্কা: ৩৫৯ টি।
হাফসেঞ্চুরি: ১১৫টি।
সেঞ্চুরি: ৩১টি।
সর্বোচ্চ রান: রোহিত শর্মার ৬৪৮রান (ভারত)।
সর্বোচ্চ উইকেট: মিশেল স্টার্ক এর ২৭টি (অস্ট্রেলিয়া )।
সর্বোচ্চ সেঞ্চুরি: রোহিত শর্মার ৫টি (ভারত )।
সর্বোচ্চ হাফসেঞ্চুরি: সাকিব আল হাসান (বাংলাদেশ), বেন স্টোক্স (ইংল্যান্ড), ভিরাট কোহলি (ভারত)। প্রত্যেকে ৫ টি করে হাফসেঞ্চুরি করেন।
দ্রুততম সেঞ্চুরি: ইয়ন মরগানের (ইংল্যান্ড) ৫৭ বলে।
দ্রুততম হাফসেঞ্চুরি: অ্যালেক্স ক্যারি, শিমরান হেটমায়ার এর (ওয়েস্ট ইন্ডিজ) ২৫ বলে।
সর্বোচ্চ ব্যাটিং গড়: সাকিব আল হাসান (বাংলাদেশ) এর ৮৬.৫৭।
সর্বোচ্চ ছয়: ইয়ন মরগান- (ইংল্যান্ড) ২২ টি।
সর্বোচ্চ চার: রোহিত শর্মা- (ভারত) ৬৭ টি।
সর্বোচ্চ স্কোর: ডেবিড ওয়ার্নার- (অস্ট্রেলিয়া) ১৬৬ রান।
সর্বোচ্চ ব্যাটিং স্ট্রাইক রেট: গ্লেন ম্যাক্সওয়েল- (অস্ট্রেলিয়া) ১৫০.০০।
সেরা অলরাউন্ড পারফর্মেন্স: সাকিব আল হাসান। ৬০৬ রান এবং ১১ উইকেট।
সেরা বোলিং ফিগার: শাহিন শাহ্ আফ্রিদি- (পাকিস্তান) ৬/৩৫।
সেরা বোলিং গড়: অ্যাঞ্জেলো ম্যাথিউস- (শ্রীলঙ্কা) ৬.০০। {উল্লেখ্য, ম্যাথিউস কেবল এক ম্যাচেই বোলিং করেছে}
সেরা বোলিং ইকোনমি: অ্যাঞ্জেলো ম্যাথিউস- (শ্রীলঙ্কা) ৩.০০।
এক ইনিংসে সেরা বোলিং ইকোনমি: আন্দ্রে রাসেল- (ওয়েস্ট ইন্ডিজ) ১.৩৩।
সেরা বোলিং স্টাইক রেট: মোহাম্মদ শামি- (ভারত) ১৫.০৭।
সর্বোচ্চ ডট বল: জোফরা আর্চার- (ইংল্যান্ড) ৩৭২ টি।
এক ইনিংসে সর্বোচ্চ ডট বল: ডোয়াইন প্রিটোরিয়াস- (দক্ষিণ আফ্রিকা) ৪৬ টি।
সর্বোচ্চ মেডেন: জাসপ্রিত বুমরাহ- (ভারত) ৯ টি।
এক ইনিংসে সর্বোচ্চ দলীয় রান: ইংল্যান্ড- ৩৯৭ রান।
এক ইনিংসে সর্বনিম্ন দলীয় রান: পাকিস্তান- ১০৫ রান।
যৌথভাবে সর্বোচ্চ রান: বাংলাদেশ-অস্ট্রেলিয়া= ৭১৪ রান।
হাইয়েস্ট ম্যাচ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ৭১৪রান/১৩ উইকেট।
সর্বোচ্চ রানের ব্যবধানে জয়: আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ১৫০ রানের জয়।
উইকেটে সর্বোচ্চ ব্যবধানে জয়: শ্রীলংকার বিপক্ষে নিউজিল্যান্ডের ১০ উইকেটে জয়।
এবারই প্রথম নিজের দল সেমিফাইনালে বা ফাইনালে না গেলেও নিজেকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ে এগিয়ে রাখতে পারা একমাত্র খেলোয়াড় ছিলেন সাকিব আল হাসান। অনেকের মতে হয়তো সাকিবেরই এটা প্রাপ্য ছিলো। নিজের দলকে অন্তত সেমিফাইনালে নিতে পারলে হয়তো পেয়েই যেতেন। সাকিব গড়েছেন একের এক রেকর্ডও। গড়েছেন অন্যরাও।
আবার বিশ্বকাপ হবে। রেকর্ডের পর রেকর্ড হবে। উপভোগ করবে ক্রিকেটপ্রেমীরা। টানাটান উত্তেজনার রোমাঞ্চকর বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সর্বোচ্চ উত্তেজনা শেষে বিশ্ববাসী এমন এক অবিস্মরণী জয়ে নতুন চ্যাম্পিয়ন পেয়ে যা দীর্ঘদিন মনে রাখবে ক্রিকেটপ্রেমীরা। আবার কখনো এরচে বেশি রোমাঞ্চে ভরপুর বিশ্বকাপ দেখতে পাবে বিশ্ববাসী। হয়তো পাবে না। হয়তো আবার কোনো নতুন কোনো চ্যাম্পিয়ন আসবে। নতুন সেরা খেলোয়াড় আসবে। সে পর্যন্ত অপেক্ষা......
/এসএস
Copyright © 2025 Samakaler Kontho. All rights reserved.