
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলক্রসিংয়ে একটি বরবাহী মাইক্রোবাসকে ট্রেন ধাক্কায়দে এত বর-কনেসহ মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, উল্লাপাড়ার বেতকান্দি রেলক্রসিংয়ে একটি মাইক্রোবাস যাওয়ার সময় দ্রুতবেগে আসা ট্রেনের সঙ্গে সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা ৯ জনের মৃত্যু হয়। তবে প্রথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
এ দুর্ঘটনার পর থেকে সারাদেশে রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি রেল লাইনের উপর থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জিআরএস/পাবলিক ভয়েস