
তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের পঞ্চসায়র থানা এলাকায়। এই ঘটনায় উভয়পক্ষের মোট আটজনকে গ্রেফতার করল পুলিশ৷ খবর কলকাতা নিউজের। খবরে বলা হয়, বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে রবিবার গড়িয়ার পঞ্চসায়রের শহিদ স্মৃতি কলোনিতে দফায় দফায় সংঘর্ষ হয়৷ সেই সংঘর্ষে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন।
গত কয়েকদিন ধরে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের কলহ চলছিল৷ বিজেপির অভিযোগ, রবিবার সকালে যখন সদস্য সংগ্রহ অভিযান চলছিল তখন আচমকাই তাদের উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ব্যাপক মারধর করা হয় বিজেপি কর্মীদের। বিজেপি সমর্থক এক গৃহবধূর অভিযোগ, চুলের মুঠি ধরে তাকে মাটিতে ফেলে দেয় দুষ্কৃতীরা। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে তৃণমূল বলছে, সদস্য সংগ্রহ অভিযানের নামে দল বেঁধে এলাকায় ঢোকে বিজেপি কর্মীরা। তারপর বাড়ি বাড়ি গিয়ে হামলা চালায়। দুই দলের সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়ালে ঘটনাস্থানে যায় পঞ্চসায়র থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে না পারায় পরে ঘটনাস্থলে যায় লালবাজার থানার পুলিশ। পঞ্চসায়র থানার পুলিশ জানিয়েছে, রবিবার রাতে দুপক্ষের মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে৷ সোমবার তাদের আদালতে তোলার কথা৷
আইএ/পাবলিকভয়েস