
মার্কিন হুমকি মোকাবিলা করতে সিরিয়া ইরানের পাশে থাকবে বলে জানিয়েছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ। আজ সোমবার (১৫ জুলাই) দামেস্কে ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারি হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
বাশার আসাদ বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে অন্যায় পদক্ষেপ নিচ্ছে এবং এ ধরণের পদক্ষেপ মোকাবিলায় সিরিয়া ইরানকে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দিয়ে যাবে। বৈঠকে আমির আব্দুল্লাহিয়ান মার্কিন বিদ্বেষী নীতির কঠোর সমালোচনা করেন এবং যুক্তরাষ্ট্রের বিদ্বেষী নীতির মোকাবিলায় তার দেশের নীতি-অবস্থান তুলে ধরেন।
আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরান জাতীয় স্বার্থ রক্ষায় সম্ভাব্য সব কিছু করবে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, সন্ত্রাসবাদবিরোধী অভিযান এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন বাশার আসাদ ও আমির আব্দুল্লাহিয়ান। এর আগেও ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারি আব্দুল্লাহিয়ান সিরিয়া সফর করেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে বাশার আসাদের সঙ্গে মতবিনিময় করেছেন।
আইএ/পাবলিক ভয়েস