
কুমিল্লার একটি আদালতে বিচারকের সামনে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত কক্ষে এ ঘটনা ঘটে। নিহতের নাম নাম হাসান।
জানা যায়, নিহত হাসান ও ফারুক একটি হত্যা মামলার আসামী। সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। দুজনেই আজকে আদালতের শুনানিতে হাজিরা দিতে এসেছিলেন। এসময় বিচারক ফাতেমা ফেরদৌসের সামনেই হাসানকে ধাওয়া করেন ফারুক। হাসান একটি টেবিলের নীচে লুকানোর চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করেন ফারুক। এতে ঘটনস্থালেই হাসানের মৃত্যু হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত কক্ষে বিচারকের সামনে আসামি ফারুক একই মামলার অপর আসামি হাসানকে ছুরিকাঘাত করেন। পুলিশ তাৎক্ষণিক ফারুককে আটক করেছে।
সালাাউদ্দিন জানান, এর আগে দুজনেই পুলিশি হেফজতের বাইরে ছিলেন। তারা নিজেদের মতো করে আদালতে এসেছিলেন। ফারুক সম্ভবত ছুরি নিয়েই আদালতে প্রবেশ করেছিলেন। ছুরিঘাতে আহত হাসান মারা গেছেন। তারা দুজনেই অপর একটি হত্যা মামলার আসামী ছিলেন।
/এসএস