
জ্বালানির মূল্য বৃদ্ধি করা হল সৌদি আরবে। অকটেন-৯৫ এর দাম প্রতি লিটারে ২.১০ রিয়াল থেকে বাড়িয়ে ২.১৮ রিয়াল করেছে দেশটি। অকটেন-৯১ এর দাম প্রতি লিটারে ১.৪৪ থেকে বাড়িয়ে ১.৫৩ সৌদি রিয়াল করা হয়েছে। সৌদির তেল কোম্পানি আরামকো কোম্পানির উদ্ধৃতি দিয়ে রবিবার এ খবর প্রকাশ করেছে সৌদি গেজেট।
১৪ জুলাই থেকে এ মূল্যবৃদ্ধির বিষয়টি কার্যকর করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। সৌদি আরামকো কোম্পানি জানিয়েছে, বিশ্ববাজারে সৌদি আরবের পেট্রোল রফতানিতে মূল্যহ্রাস ও বৃদ্ধির কারণে দেশের ভিতরে পেট্রোলের দামে প্রভাব পড়ে।
আইএ/পাবলিক ভয়েস