
ভারতের বিনোদন পার্কে জয় রাইড ভেঙে পড়ে ৩ জন নিহত হয়েছেন। আহত কমপক্ষে ৩১ জন। রবিবার ১৪ জুলাই আহমেদাবাদের কাঁকারিয়া বিনোদন পার্কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল বিকেল পৌনে পাঁচটা নাগাদ ‘ডিসকভারি’ জয় রাইড-এ চড়েছিলেন ৪০ জন। চালু হওয়ার কয়েক মিনিট পরই সেটি ভেঙে পড়ে। খবর জি নিউজের।
জানা গেছে, একটি স্তম্ভের ওপরে ঝোলান ছিল বেশ কয়েকটি পেন্ডুলামের মতো দোলনা। রাইড চালু হওয়ার পর ওই স্তম্ভটাই ভেঙে পড়ে। মাটিতে আছড়ে পড়ে দোলনাগুলি। আহমেদাবাদের মণিনগর এলাকার ওই পার্কটি রাজ্যের মানুষের কাছে বেশ জনপ্রিয়। রবিবার ছুটির দিন থাকায় সেখানে জড়ো হয়েছিল কয়েক শো লোকজন। দুর্ঘটনা ঘটার পরই আহতদের স্থানীয় এল জি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে খবর আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা নিয়ে আহমেদাবাদ পুর কমিশনার বিজয় নেহরা সংবাদমাধ্যমে বলেন, দমকল ও বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকার্যে নেমে পড়েছে। যে হাসপাতালে আহতরা ভরতি রয়েছেন সেখানে অতিরিক্ত শিশু, অস্তি ও শল্য চিকিত্সকদের ডেকে পাঠানো হয়েছে।আছড়ে পড়ে দোলনাগুলি।
আইএ/পাবলিক ভয়েস