
ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ এর কমিটি পুনর্গঠন নিয়ে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বরেণ্য আলেমদের উপস্থিতিতে রবিবার (১৪ জুলাই) বাদ আছর কেরানীগঞ্জের ঘাটারচর তারবিয়াতুল উম্মাহ মাদরাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মাওলানা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবির হাতে নতুন কমিটি গঠনের দায়িত্ব অর্পন করেন বর্তমান কমিটির নেতৃবৃন্দ। তারা আগামী কিছুদিনের মধ্যে ইত্তেফাকের মজলিসে শুরা ও মজলিসে আমেলা গঠনের দায়িত্ব গ্রহণ করেন । কমিটি পুনর্গঠনের না হওয়া পর্যন্ত বর্তমান কমিটির দায়িত্বশীলরা কাজ চালিয়ে যাবেন।
এ বৈঠকে উপস্থিত ছিলেন, মুফতি জাবের কাসেমী,মুফতি ওমর ফারুক যুক্তিবাদী,মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, ইউসুফ বিন এনাম শিবপুরী,মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি ইয়াসিন আহমেদ ফারুকী, মাওলানা মাহমুদুল হাসান আশরাফী, মুফতি ওসমান গনি মুছাপুরী, মাওলানা রিয়াদ মাহমুদ খান, মুফতি আব্দুল্লাহ নাটোরী,মাওলানা দেলোয়ার হোসেন মাইজি,মাওলানা আব্দুল বাতেন,মুফতি জাহিদ হাসান জামালপুরী ও মুফতি রিজওয়ান রফিকী প্রমুখ।
আইএ/পাবলিক ভয়েস

