আলোচিত রিফাত হত্যাকান্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির সংশ্লিষ্টতা নিয়ে অনেকে অভিযোগ তুলেছেন। সর্বশেষ গতকাল বন্দুকযুদ্ধে নিহত রিফাত হত্যার প্রধান আসামী নয়ন বন্ডের মা এবং নিহত রিফাতের বাবার বক্তব্য নিয়ে ফের আলোচনা শুরু হয় এ বিষয় নিয়ে। নয়ন বন্ডের মা দাবি করেন মিন্নি নিয়মিত তাদের বাসায় যাতায়াত করতো। ওদিকে নিহত রিফাতের বাবাও দাবি করেছেন মিন্নিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার জন্য।
এসব নিয়ে আজ সংবাদ সম্মেলন করেছেন নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। তিনি দাবি করেছেন, এই মামলা ভিন্নখাতে প্রবাহিত করতে তার শশুর তথা রিফাতের বাবাকে কেউ ব্যবহার করছে কেউ কেউ। এছাড়াও তিনি লিখিত বক্তব্যে আরও কিছু দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে দেওয়া মিন্নির বক্তব্য দেখুন ভিডিওতে।
https://www.youtube.com/watch?v=grDoLMMTEkY&feature=youtu.be&fbclid=IwAR3vB14JEN-P_53cexhxwBWWhL77FvA90aaM78Rh8gBWl3VCFNT-AQ5N_4A