
বন্যাবিধ্বস্ত নেপালের অবস্থার গত কয়েক দিন ধরে ক্রমশ অবনতি হচ্ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। রোববার শেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩। ২৪ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন।
এর আগে নেপালে মৌসুমি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ২৮ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ১৬ নাগরিক। শনিবার (১৩ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায়।
খবরে বলা হয়, দেশটির ১ ও ২ নম্বর প্রদেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে ভূমিধসের পাশাপাশি দেখা দিয়েছে জলবদ্ধতা। নিহতরা দেশটির ললিতপুর, কেভরি, কোটাঙ, ভোজপুর, মাকানপুরের বাসিন্দা ছিলেন। এদিকে বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে বন্যার আশঙ্কা করা হচ্ছিল।
বৃষ্টির কারণে নদীগুলোতে পানি বেড়ে যাওয়ায় নিকটবর্তী বাসিন্দারা বন্যার ঝুঁকিতে রয়েছেন। বন্যায় প্রায় ৬ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপদ থাকতে ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থানের জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
আইএ/পাবলিক ভয়েস