
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫১ জন আহত হয়েছে। ভূমিকম্পে বেশ কিছু বাড়ি-ঘর, গির্জা এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় শনিবার সুরিগাও দেল সুর প্রদেশে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ৪২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল পাঁচ কিলোমিটার। ভূমিকম্পটি মিনদানাও দ্বীপের উত্তর-পূর্বাঞ্চলীয় ক্যারাসকাল শহর থেকে ৯কিলোমিটার দক্ষিণ-পূর্বে আঘাত হানে।
ওই এলাকার থানা পুলিশ প্রধান উইলসন উয়ানিত জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের কাছের মাদ্রিদ শহরে থানার পুলিশ কর্মকর্তারা ভূমিকম্পের সময় বিভিন্ন টেবিলের নিচে আশ্রয় নেয়। ভূমিকম্পে ফাইল কেবিনেটের দরজার গ্লাস ভেঙ্গে যায়। এছাড়া ওই থানায় একটি টেবিল থেকে টেলিভিশন পড়ে ভেঙ্গে যায়। উয়ানিত এএফপি’কে বলেন, ‘আমরা লোকজনকে ছোটাছুটি করে তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে আসতে দেখেছি। ভূমিকম্পে অনেক দেয়াল ধসে পড়ায় হতাহতের ঘটনা ঘটেছে।
আইএ/পাবলিক ভয়েস