শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি মো: হেদায়েত হোসেন মোল্লা নামে এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। খুলনা বটিয়াঘাটা থানায় দায়ের করা মামলায় পুলিশ তাকে মঙ্গলবার (১লা জানুয়ারি) গ্রেফতার করেছে।
সূত্রে জানা যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে ফলাফল ঘোষনার বিতর্কিত ও অসত্য সংবাদ পরিবেশন করা হয় বাংলাট্রিবিউনে। এ ঘটনায় সহকারী রির্টানিং অফিসার ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহি অফিসার বাদী হয়ে বটিয়াঘাটা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে সোমবার মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুবুর রহমান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত একটি মামলায় মো: হেদায়েত হোসেন মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে সাংবাদিক হেদায়েত মোল্লার গ্রেফতারের প্রতিবাদে খুলনা প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, তার গ্রেফতারে নিন্দা জানানো হয় এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান।