
উত্তরপ্রদেশের বুলন্দশহরের পর এবার রাজস্থানের পুলিশ কনস্টেবলকে পিটিয়ে মারল উন্মত্ত জনতা। শনিবার একটি জমি বিবাদের তদন্ত করতে যান হেড কনস্টেবল আবদুল গনি(৪৮)। জবরদখল করা ওই জমি নিয়ে বিবাদ বহুদিনের। খোঁজখবর করার সময়েই এলাকার লোকজনের সঙ্গে ঝগড়া বেধে যায় গনির।
এর পরই জনতা তার ওপরে ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারধর শুরু করে। মারাত্মক আহত অবস্থায় এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পরই এলাকা ছুটে যান পুলিশের আধিকারিকরা। শুরু হয়েছে ধরপাকড়।
আইএ/পাবলিক ভয়েস