
ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন বিশিষ্ট আলেম, লেখক, ওয়ায়েজ ও মিডিয়া ব্যক্তিত্ব পীরজাদা মাওলানা আনিসুর রহমান জাফরী ও ডক্টর খান এ হক। মাওলানা জাফরী কয়েকদিন আগে ইসলামী আন্দেোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় সদস্য ফরম পূরণের মাধ্যমে ইসলামী আন্দোলনে যোগদান করেন। অন্যদিকে গতকাল শুক্রবার আন্দোলনের নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই এর হাতে সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগদান করেন ড. খান এ হক।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাওলানা জাফরী কিছুদিন আগেই দলের আমীরের হাতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। ড. খানএ হক গতকাল শুক্রবার নায়েবে আমীরের হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় ফরম পূরনের মাধ্যমে ইসলামী আন্দোলনে যোগদান করেছেন।
পীরজাদা আনিসুর রহমান একাধারে লেখক, সংগঠক, নন্দিত ওয়ায়েজ ও মিডিয়া ব্যক্তিত্ব। বর্তমানে তিনি বেসরকারী টিভি চ্যানেল বাংলাভিশনের ইসলামী বিভাগের চীফ প্রেজেন্টার। এছাড়াও তিনি মিডিয়া এজেন্সী ‘গ্লোবাল ভিশন এন্ড কমিউনিকেশন’ এর স্বত্তাধিকারী। তার গ্রামের বাড়ী কুমিল্লার মেঘনা উপজেলায়। বর্তমানে তিনি ঢাকার ডেমরার বাসিন্দা।
ডঃ খান হক একজন উচ্চতর ডিগ্রীধারী। তিনি দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন। তিনি সেখান থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রী গ্রহণ করেন। তার গ্রামের বাড়ি খুলনা। বর্তমানে তিনি ডেমরায় বসবাস করছেন। ডেমরায় একটি আইডিয়াল মাদরাসা পরিচালনায় যুক্ত রয়েছেন।
ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার বিষয়ে দুজনেই জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শের প্রতি মুগ্ধ হয়ে তারা সংগঠনে যোগদান করেছেন।
/এসএস