
গোয়াইনঘাটের ৯টি উপজেলায় অসহায় পানিবন্দীদের মাঝে সরকারীভাবে চাল বিতরণ করা হয়। গতকাল ১২ জুলাই (শুক্রবার) উপজেলার বিভিন্ন এলাকায় পৌঁছে চাল বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, ৫নং আলীরগাঁও ইউ/পি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের।
ভারী বর্ষণ আর পাহাড়ে ঢলে প্লাবিত দেশের সর্ববৃহৎ উপজেলা সিলেটের গোয়াইনঘাট। উপজেলার মেইনরোড, শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় ২ লক্ষ জনসাধারণ পানিবন্দী। দিনমজুরদের কাজ কর্ম নেই, জীবিকা নির্বাহেরও ব্যবস্থা নেই। অসহায় হয়ে পড়েছে উপজেলাবাসী।
উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় জনপ্রতিনিধিরা পানিবন্দীদের মাঝে চাল বিতরণ করেন। এসময় গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ- গোয়াইনঘাটের প্রবাসী ও সামাজিক সংগঠন এবং বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আইএ/পাবলিক ভয়েস