
লাগাতার বৃষ্টির কারণে বন্যার পানিতে ভাসছে আসামের ২৭ জেলার মধ্যে অন্তত ২১টি জেলা। উত্তর-পূর্বের ওই রাজ্যের ৮ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। এই বন্যার ফলে ফুঁসছে বিশ্বের অন্যতম বৃহত্তম ব্রহ্মপুত্র নদী। সঙ্গে অন্য ৫টি নদীর জলও বিপদসীমার উপর দিয়ে বইছে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যমের খবর।
এলাকার প্রশাসনিক আধিকারিকদের বরাত দিয়ে সূত্রের খবরে উল্লেখ করা হয়, এই বন্যার ফলে অসামে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। তবে আবহাওয়া দফতর জানিয়েছে সপ্তাহের শেষের দিকে আসামে আরও বৃষ্টি হবে, দুর্যোগের কারণে গোটা অসম জুড়েই বন্ধ রাখা হয়েছে ফেরি পরিষেবা। প্রশাসন সূত্রে খবর,২৭ হাজারেরও বেশি কৃষিজমি জলের তলায় চলে গেছে এবং রাজ্য জুড়ে ৬৮ টি ত্রাণ শিবিরে ৭ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করে রাখা হয়েছে।
আসামের ১৭ টি জেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বাড়পেটার, সেখানকার ৮৫ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে অসমের বিপর্যয় মোকাবিলা সংস্থা। বন্যার কারণে এনসেফেলাইটিস রোগের প্রাদূর্ভাবের কারণে আগামী সেপ্টেম্বরের শেষ পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য দফতরের সমস্ত ছুটি বাতিল করেছে আসাম সরকার।
আইএ/পাবলিক ভয়েস