
ভারতের নন্দরাম মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, ওই মার্কেটের ৯ তলায় আগুন লেগেছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৬টি ইঞ্জিন মার্কেটের ৯ তলায় একটি কাপড়ের গুদাম রয়েছে। সেখানেই আগুন লাগে বলে জানা গিয়েছে। প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। তারপর ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হয়। খবর জি নিউজের।
আরও ২টি দমকল পাঠানো হয়েছে নন্দরাম মার্কেটে। দমকলের ৬টি ইঞ্জিন যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর কাজ করছে। ১১ বছর আগে নন্দরাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এখনও সবার স্মৃতিতে টাটকা। ২০০৮-এর ১২ জানুয়ারি আগুন লাগে নন্দরাম মার্কেটে। টানা ৭ দিন ধরে জ্বলেছিল সেই আগুন। সেবার আগুনে ভস্মীভূত হয়ে যায় নন্দরাম মার্কেটের ৭ তলা।
আইএ/পাবলিক ভয়েস