
সড়ক দুর্ঘটনার মামলায় আদালত স্বতঃপ্রণোদিত হয়ে যেসব রায় দিচ্ছে তা আইন সংগত নয় বলে দাবি করেছেন সড়ক পরিবহন মালিকরা। রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় তারা এ দাবি করেন।
সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, আদালত গ্রিন লাইনকে জরিমানা করেছেন। অথচ সব কাগজপত্র ঠিক ছিলো। আদালত বলছে দৃষ্টান্ত তৈরির জন্য এমন রায়। অথচ নিয়মিত পরিবহন আইন অনুযায়ী এসব রায় আসেনি।
সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘আদালতের জরিমানার পরিমান ৪ কোটি টাকা । অথচ গাড়িটির দাম ২ লাখ। এত টাকা মালিকরা কোত্থেকে আনবে?’। ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান বলেন, মাঠ পর্যায়ে পুলিশের চাঁদাবাজির কারণে ব্যবসা চরম ক্ষতি হচ্ছে ।
এ ব্যাপারে সভায় উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তাদের সব যৌক্তিক দাবি পরীক্ষা করছে সরকার। সঠিক হলে মানা হবে। আর পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির লিখিত অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
/এসএস