
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও নারীঘটিত কেলেঙ্কারির গুঞ্জণ শোনা যাচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কিশোরীদের নিয়ে যেসব সেক্স পার্টি হতো, সেখানে একজন নিয়মিত সদস্য ছিলেন ট্রাম্প। খবর নিউইয়র্ক টাইমস’র। জানা গেছে, তার একসময়ের বন্ধু জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে কিশোরীদের সঙ্গে অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে ওঠে। এ অভিযোগে এপস্টিন এখন কারাগারে।
১৯৯২ সালে এমন একটি পার্টিতে মোট ২৮ জন কিশোরীকে জড়ো করা হয়েছিল, তাতে উপস্থিত ছিলেন শুধু মাত্র এপস্টিন ও ট্রাম্প। তবে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য এখন বলছেন এপস্টিনকে তিনি তেমন একটা চেনেন না। ফ্লোরিডার পাম বিচে সবাই তাকে যেমন চিনত, তিনিও তেমনি চিনতেন। গত ১৫ বছরে তার সঙ্গে এপস্টিনের কোনো যোগাযোগ নেই।
একসঙ্গে ব্যবসা করার সময় টাকা-পয়সার ঝামেলা হওয়ায় দুজনের মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছিল। তবে, ২০০২ সালে যখন তারা বন্ধু ছিলেন, তখন ট্রাম্প মন্তব্য করেছিলেন, ‘এপস্টিন একজন চমৎকার মানুষ এবং খুবই মজার মানুষ। লোকে বলে, আমার মতো ওর কম বয়সী সুন্দরী মেয়েদের ব্যাপারে বিশেষ আকর্ষণ রয়েছে।’
উল্লেখ্য, গত ১০ জুলাই বেফাঁস মন্তব্য করে হাসির পাত্র হয়েছিলেন ট্রাম্প। ডাক্তারদের এক বৈঠকে তিবি মন্তব্য করে বলেন, ‘আপনারা কিডনিকে এত গুরুত্ব দিচ্ছেন। সেটা দেখেই বোঝা যাচ্ছে, কিডনির বিশেষ জায়গা আছে হার্টে’। হার্টে, কিডনি থাকে শুনে অনেকেই শারীরবিদ্যা ভুলতে বসেছেন।’ ট্রাম্পের এমন মন্তব্যের কারণে ফেসবুক টুইটারে তাকে নিয়ে বেশ হাসাহাসি হয়েছে।
আইএ/পাবলিক ভয়েস