
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষকে অবহেলা করে নয়, তাদের পাশে থেকেই দেশ চালাই।
আজ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি এ আহ্বান জানান।
এসময় প্রধানমন্ত্রী বলেন, যে কোনো দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি আমাদের রয়েছে। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে আমি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, মানুষকে অবহেলা করে নয়, তাদের পাশে থেকেই দেশ চালাই। আর এভাবেই আমাদের দেশ এগিয়ে যাচ্ছে।
এর আগে বিকেল চারটায় উপদেষ্টা পরিষদ এবং বিকেল সাড়ে চারটায় কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আ.লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রসঙ্গত, ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদনদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে। ইতোমধ্যে দেশের অন্তত ১০ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। জেলাগুলো হলো- লালমনিরহাট, নীলফামারি, গাইবান্ধা, নেত্রকোনা, সিলেটের সুনামগঞ্জ, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান এবং শেরপুর।
জিআরএস/পাবলিক ভয়েস