
ফিলিস্তিনে একের পর এক মুসলিমদের ওপর নির্যাতন চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরাইল। দেশটির একটি অঞ্চল গোলান মালভূমিতে অবৈধভাবে বসতি স্থাপন করেছে ইসরাইল। অবৈধভাবে নির্মাণ করা এসব বসতিগুলো সরাবে না বলে জানিয়েছে নেতানিয়াহু। তার জেরে এবার পূর্ব জেরুজালেমে নিজেদের বাড়ি থেকে এক ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করেছে দখলদার ইসরাইলের পুলিশ।
গত বুধবার (১০ জুলাই) পরিবারটি উচ্ছেদ করে সেখানে একটি ইহুদি পরিবারকে বসবাসের সুযোগ করে দিচ্ছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১ জুলাই) ইসরায়েলি গণমাধ্যম ‘হারেৎজ’ জানায়, দীর্ঘ ৩০ বছরের আইনি লড়াই শেষে সিয়াম পরিবারকে উচ্ছেদ করে ইসরাইলের আবাসন সংস্থা এলাদ অ্যাসোসিয়েশনের কাছে তা বুঝিয়ে দেওয়া হয়েছে।
সিয়াম পরিবারকে বাড়িটি থেকে উচ্ছেদের জন্য মোট ছয়টি আলাদা মামলা দায়ের করেছিল এলাদ অ্যাসোসিয়েশন। একের পর এক মামলায় পরাজয়ের ফলে পরিবারটিকে এ পরিণতি বরণ করতে হয়। যদিও প্রথমে এলাদ অ্যাসোসিয়েশনের দাবি ছিল গোটা বাড়িটি তারা সিয়ামের দাদীর কাছ থেকে বিপুল অর্থের বিনিময়ে কিনে নিয়েছেন। যার অংশ হিসেবে আবাসন সংস্থাটি দাবির পক্ষে একটি চুক্তিপত্র উপস্থাপন করলে আদালত তা অবৈধ বলে ঘোষণা করেন।
সিয়ামের দাদীর উত্তরাধিকার ছিল মোট আটজন। যে কারণে পরবর্তীতে এলাদ অ্যাসোসিয়েশন জানায় তারা তিন পুরুষ উত্তরাধিকারের কাছ থেকেও বাড়িটি কিনে নিয়েছে। আদালতে তাদের দাবি ছিল, এখানে নারী উত্তরাধিকারীরা তাদের অধিকার পুরুষদের কাছে হস্তান্তর করেছে। আর সে কারণে পুরো বাড়িটি এখন তাদের। যদিও এ দাবিটি প্রত্যাখ্যান করেছিল আদালত।
আইএ/পাবলিক ভয়েস