
ঝালকাঠির নলছিটিতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রদল নেতাসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মগড় ইউনিয়নের খাওখীর গ্রামের মো. আবু বকর সিদ্দিক ননী খানের ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বিপ্লব খান রায়হান (২৯) এবং সূর্যপাশা এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে নির্মাণ শ্রমিক মো. মিলন হোসেন (৩৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে বাড়ির ছাদে পল্লী বিদ্যুতের পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন রায়হান। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন হোসেন (৩৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে শহরের টিএনটি সড়ক সংলগ্ন নির্মাণাধীন ভবনে রড তুলতে গিয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) একটি লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন মিলন। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী ফিরোজ হোসেন সন্যামত জানান, টিএনটি সড়কের ওই লাইনটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত ও মানসম্মত। ধরণা করা হচ্ছে অসাবধানতাবশত ওই শ্রমিকের রডের সঙ্গে তারের সংযোগ হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
তবে লাইনের পাশে নির্মাণ কাজ করার পূর্বে কর্তৃপক্ষের আমাদের অবহিত করার নিয়ম রয়েছে। ভবনের মালিক কাজ করার বিষয়টি আগে জানালে কাজের সময় ওই লাইনের সংযোগ বন্ধ রাখা হত।
জিআরএস/পাবলিক ভয়েস