
পটুয়াখালীতে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে দাদন মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির মৃত্যু হয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের গ্যারাখালী গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে।
স্থানীয় গ্রাম পুলিশ আলতাব হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তাকে স্থানীয় ইউপি সদস্য ফোন করে ঘটনা জানালে তিনি গিয়ে দেখেন স্থানীয়রা এক ব্যক্তিকে পিটিয়ে মাটিতে ফেলে রেখেছে।
এসময় বিষয়টি তিনি সদর থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
নিহত দাদন মিয়ার বাড়ি মাদারীপুর জেলার শিবচর এলাকায়।
জিআরএস/পাবলিক ভয়েস