
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক কৃষক দম্পতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াই টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, (১১ জুলাই) দুপুরে উপজেলার রমজানকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত দু’জন হলেন- ওই এলাকার মৃত রজব আলী হাওলাদারের ছেলে কামাল হোসেন হাওলাদার (৪০) ও তার স্ত্রী মমতাজ বেগম (৩৫)।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের ক্ষেতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছিল। দুপুরে ক্ষেতে পাট তুলতে গিয়ে পড়ে থাকা ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মমতাজ। এ সময় তাকে বাঁচাতে গিয়ে কামালও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. মাকসুদুর রহমান দু’জনকে মৃত ঘোষণা করেন।
বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস এই তথ্যের সত্যতা নিশ্চিত করে এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কোন গাফেলতি ছিল কিনা তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
জিআরএস/পাবলিক ভয়েস