
ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে গ্রিসের উত্তরাঞ্চলে ৬ পর্যটক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে বুধবার (১০ জুলাই) দিনগত রাতে এ ঘটনা ঘটে। খবরে বলা হয়, দেশটির থেসালোনিকি শহরের নিকটবর্তী হালকিদিকি এলাকায় ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ৬ পর্যটক নিহত এবং আরও ৩০ জন আহত হয়।
এ সময় বাতাসের বেগ অনেক বেশি ছিলো। ঘূর্ণিঝড়ের কারণে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়। দেশটির বিভিন্ন টেলিভিশনের ফুটেজে দেখা যায়, শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের আঘাতে শহরটিতে গাড়ি ও গাছ উল্টে যাচ্ছে, বসতবাড়ির চাল উড়ে যাচ্ছে এবং মাটি ধসের ঘটনা ঘটছে। গ্রিসের উত্তরাঞ্চলের বেসামরিক সুরক্ষা ব্যবস্থার প্রধান ক্যারালাম্বোস স্টেরিয়াডিস বলেন, এ ঘূর্ণিঝড়ে ছয় পর্যটক নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আইএ/পাবলিক ভয়েস