
লোকসভা ভোটে আঠারোটা আসন হারিয়ে জোর ধাক্কা লেগেছে দলের মনোবলে। তার উপর কাটমানি বিতর্কেও নিচু তলায় দল বেসামাল। সেইসঙ্গে দলে ভাঙন রয়েইছে৷ এর সবকিছুর প্রভাব পড়েছে একুশের আয়োজনে৷ সেটা বুঝেই আজ, বৃহস্পতিবার দলের সমস্ত বিধায়ককে নিয়ে তৃণমূল ভবনে বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বৈঠকে উপস্থিত থাকছেন না রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত৷ গত দশ-বারো বছর ধরে মাস খানেক আগে থেকে জেলায় জেলায় একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক শুরু হয়ে যায়। রাজ্যজুড়ে ছয়লাপ হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি৷ জেলা স্তরে সভা সমাবেশ ডাকা হয়।
সেখানে নেতৃত্ব দেন, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা। কিন্তু এবার ছবিটা অন্যরকম৷ সমাবেশের মাত্র দু’সপ্তাহ বাকি অথচ পাড়ায় পাড়ায় একুশ নিয়ে তেমন কোনও উৎসাহ নেই৷
আইএ/পাবলিক ভয়েস