
একটি ছিনতাই ও অপহরণের অভিযোগের তদন্তে নেমে ভারতের গোয়েন্দা বিভাগের ক্রাইম রেকর্ড সেকশনে কর্মরত এক এএসআইসহ তিনজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ৷ ধৃত পুলিশ অফিসারের নাম আশিস চন্দ৷ খবর ভারতীয় গণমাধ্যমের।
খবরে বলা হয়, হঠাৎ একজন নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তাকে জোর করে একটি টাটা সুমোতে তুলে নিয়ে যায়৷ কিছুদূর যাওয়ার গাড়ির ভিতরে তাকে ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা নগদ টাকা ও সোনা নিয়ে নেয় ওই পুলিশ অফিসার৷
তাকে এয়ারপোর্টের কাছে নামিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়৷ ওই ব্যবসায়ী পরে মুচিপাড়া থানায় এমনই অভিযোগ করেন৷ ঘটনার সূত্রপাত গত ৪ জুলাই৷ নদীয়ার এক স্বর্ণ ব্যবসায়ী বাবলু নাথ বউবাজার সোনাপট্টিতে এসেছিলেন৷ ব্যবসায়ী কাজে মাঝে মাঝেই তিনি বউবাজারে আসতেন৷ সেদিনও দুপুরে সোনাপট্টিতে আসেন৷ তখন তার সঙ্গে ছিল নগদ ১ লক্ষ টাকা ও ৫০ গ্রাম সোনা৷
ঘটনার বিবরন শোনে প্রথমে মুaচিপাড়া থানার পুলিশ ভেবেছিল এটা ভুয়ো পুলিশের কান্ড৷ কিন্তু তদন্তে নেমে চক্ষু চড়কগাছ পুলিশের৷ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একটি টাটা সুমোর নম্বর উদ্ধার করে। পরে সেই গাড়ির মালিক ও তার চালককে গ্রেফতার করে পুলিশ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে ওই পুলিশ অফিসারের
নাম জানতে পারে৷
আইএ/পাবলিক ভয়েস