
ময়মনসিংহ সদর উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন চলছে ও একটি স্থগিত করা হয়েছে।
ইউনিয়নগুলো হল- চর ঈশ্বরদিয়া. চর নিলক্ষিয়া, খাগডহর, দাপুনিয়া, ভাবখালী। এছাড়াও সিরতা ইউনিয়নের ব্যালট পেপারে প্রতীক ভুল থাকায় সেটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে এসব ইউনিয়নে ভোটগ্রহন শুরু হয়। ভোট চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ জন, সাধারণ সদস্য পদে ২১০ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আর এসব ইউনিয়নে ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১০ হাজার ৭৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৫ হাজার ৯৮২ জন ও নারী ভোটার রয়েছে ৫৪ হাজার ৭৮২ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শারমিন সুলতানা এসব নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণভাবে পাঁচটি ইউনিয়নে ভোট চলছে। এ নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে এ নির্বাচনে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৮ টি মোবাইল টিম. ৩ টি স্টাইকিং ফোর্সসহ ৬৬৬ জন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন।
পাবলিক ভয়েস