
রাজশাহীতে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্ধারকারী ট্রেন ‘রিলিফ’ ঘনস্থলে পৌঁছলেও বৃষ্টির কারণে এখনো উদ্ধার কাজ শুরু করা যায়নি। বুধবার রাত পৌনে ১০টার দিকে সেখানে পৌঁছায় ‘রিলিফ’। তবে বৃষ্টির কারণে রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১টা) উদ্ধার কাজ শুরু করা যায়নি। তবে লাইনচ্যুত হওয়া ৮টি বগি বাদে সামনের বগি নিয়ে ট্রেনটি হরিয়ান রেলওয়ে স্টেশনে পৌঁছেছে।
প্রসঙ্গ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা থেকে রাজশাহীর হরিয়ান স্টেশনগামী ট্রেনটি রাজশাহীর চারঘাট হলিদাগাছির দিঘলকান্দি ঢালানের কাছে পেঁছলে ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি ঈশ্বরদী হয়ে রাজশাহীর হরিয়ান যাচ্ছিলো।
এদিকে, ঘটনার পর পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রকৌশল বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে বিভাগীয় ট্রান্সপোর্ট অফিসার আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খন্দকার শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃষ্টি থামলেই উদ্ধার কাজ শুরু হবে। এতে সারারাত সময় লাগতে পারে। তবে যতদ্রুত সম্ভব উদ্ধার কাজ শেষ করে রাজশাহী-ঢাকা রেলপথ আবারও স্বাভাবিক করার জোর চেষ্টা চলছে।
তবে উদ্ধার কাজ শেষ করে লাইনটি ট্রেন চলাচলের জন্য স্বাভাবিক করতে কমপক্ষে ১২ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারিন্টেনডেন্ট আবদুল করিম বলেন, দুর্ঘটনার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে রাতের রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। ইশ্বরদীগামী কমিউটার ট্রেনও ছেড়ে যেতে পারেনি। এছাড়া ঢাকা থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন সিল্কসিটি নাটোরের আবদুলপুরে এবং বনলতা এক্সপ্রেস ট্রেন রাজশাহীর আড়ানিতে আটকা পড়েছে। তাদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।
আবদুল করিম জানান, মাঝখানের পর থেকে বগিগুলো লাইনচ্যুত হয়েছে। তাই আটটি বগি রেখে সামনের অন্য বগিগুলো নিয়ে তেলবাহী ওই ট্রেনটি এরই মধ্যে রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে পৌঁছেছে।
র্যাব-৫ এর কমান্ডিং অফিসার (সিও) মো. মাহফুজুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরাও ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে নিরাপত্তায় র্যাব সদস্যরা অবস্থান নিয়েছেন। তারাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বলে জানান র্যাব-৫ এর এই শীর্ষ কর্মকর্তা।
/এসএস