
দিন দিন বেড়েই চলেছে ধর্ষণের প্রবণতা। বাংলাদেশসহ পুরো বিশ্বে এক মহামারির রুপ নিয়েছে ধর্ষণ। অনেক সময় ধর্ষকরা পেয়ে যাচ্ছে। ঠিকমতো বিচার হচ্ছে। অনেকের দাবি ঠিকমতো বিচার হলে ধর্ষণের হার কমবে। এবার নেপালে দুই বালককে যৌন নিপীড়নের দায়ে জাতিসংঘের সাবেক ত্রাণ কর্মকর্তা পিটার জন ডগলিশকে (৬২) ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
গতকাল মঙ্গলবার কাঠমান্ডুর কাভরে জেলা আদালত এ রায় দেয়। কানাডার নাগরিক ডগলিশকে গত বছর কাঠমান্ডুতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।ব্রিটেনের দৈনিক 'দ্য গার্ডিয়ান'-এর প্রতিবেদনে বলা হয়, পিটার জন ডগলিশর বিরুদ্ধে ১২ ও ১৪ বছরের দুই বালককে যৌন নিপীড়ন করার অভিযোগ আদালতে প্রমাণিত হয়। চলতি বছরের জুনে আদালত তাকে দোষী সাব্যস্ত করে একটি মামলায় নয় বছর এবং অন্য একটি মামলায় সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
আইএ/পাবলিক ভয়েস