
সোশ্যাল মিডিয়া ফেসবুক ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা এক রোহিঙ্গাসহ চারজনকে সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) দেশটির গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন মিয়ানমার, একজন ভারত আর একজন ফিলিপিনের নাগরিক।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে রোহিঙ্গা যুবক আব্দুল খালেক (৪১)। দেশটির পুলিশের ইন্সপেক্টর জেনারেল দাতুক সেরি আব্দুল হামিদ এক বিবৃতিতে জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি সংবলিত একটি ভিডিও সোশাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করার কারণে তাকে আটক করা হয়েছে। ওই রোহিঙ্গা যুবক আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্য। তার বিরুদ্ধে ১৯৯৭ সালে মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ, ২০১২ সালে ভুয়া ভ্রমণ কাগজপত্র ব্যবহার এবং মানব পাচার চক্রে সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।
আইএ/পাবলিক ভয়েস