
কানপুর আসনের বিধায়ক কুনওয়ার প্রণব সিংয়ের এই আপত্তিকর ভিডিও নিয়ে বইছে সমালোচনার ঝড়। এ নিয়ে অস্বস্তিতে উত্তরাখণ্ডের বিজেপি। দু’হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ফিল্মি কায়দায় মাতাল এক বিজেপি নেতার নাচ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর জি নিউজের।
ভিডিওতে দেখা গেছে, ঐ বিধায়ক আগ্নেয়াস্ত্র হাতে হিন্দি ছবির গানের তালে নাচের ফাঁকে মদের গ্লাসে চুমুক দিচ্ছেন। তার দু’হাতে ছোট-বড় রাইফেল ও পিস্তল মিলিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র রয়েছে। এসময় তাকে ঘিরে নাচছেন আরও তিন-চার জন। এ ঘটনার নেপথ্য কারণ হিসেবে ভারতীয় গণমাধ্যম জানায়, বিজেপির এই নেতা সম্প্রতি পায়ে অস্ত্রোপচার সেরে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর নিজের ঘনিষ্ঠ অনুগামীদের নিয়ে এভাবে আনন্দ-ফুর্তিতে মাতেন।
https://youtu.be/9xjZIC8LcXY
আইএ/পাবলিক ভয়েস