
চলতি বছরে হজযাত্রা শুরু পর এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ২৬ হাজার ৩৩৭ হজযাত্রী। জানা গেছে, পবিত্র হজ ফ্লাইট শুরুর ৬ষ্ঠ দিন (মঙ্গলবার মধ্যরাত) পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের ৩৭টি এবং বাংলাদেশ বিমানের ৩৫টি মিলিয়ে মোট ৭২টি ফ্লাইটে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ২৬ হাজার ৩৩৭ হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৩৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ২৩ হাজার ৩ জন হজযাত্রী রয়েছেন।
বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে মঙ্গলবার রাতে হজ অফিস মক্কার কাউন্সিলর মুহাম্মাদ মাকসুদুর রহমান এর সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি ব্যবস্থাপনায় আগত হজযাত্রীদের মদিনা গমন, বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের চিকিৎসা সেবা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
হজযাত্রীদের সেবা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে। এদিন সন্ধ্যায় সরকারি ব্যবস্থাপনায় আগত সপ্তম এবং অষ্টম ফ্লাইটের সকল হজযাত্রীগণ মক্কা হতে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯৮টি এজেন্সির মাধ্যমে সংখ্যা ১ লাখ ২৭ হাজার বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। এ বছর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।
আইএ/পাবলিক ভয়েস