
উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে রংপুরে নদীর তীরবর্তী ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে ডুবেছে ফসলের ক্ষেত, দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। জানা গেছে, গত সোমবার সকালে মুষলধারে বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা নদীতে পানি বেড়ে যায়। লালমনিরহাটের দোয়ানী পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় গঙ্গাচড়া উপজেলার নদীর তীরবর্তী লহ্মীটারী ইউনিয়নের চর শংকরদহ, চর ইচলী, বাগেরহাট, জয়রামওঝা, ইসবকুল গ্রামের ১০ হাজার পরিবার ও আলমবিদিতর ইউনিয়নের সাউথপাড়া, পাইকান, ব্যাংকপাড়া, হাজীপাড়া, আলমবিদিতর গ্রামের ৫০০ পরিবার পান্দিবন্দি হয়ে পড়েছে। সেই সঙ্গে পাটসহ বিভিন্ন সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
আইএ/পাবলিক ভয়েস