
আলী আশরাফ, মাগুরা: মাগুরায় কলেজ ছাত্র লিসানুর রহমান লিসান হত্যার প্রতিবাদ এবং অপরাধিদের ফাঁসির দাবিতে আজ মঙ্গলবার মানববন্ধন করেছে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক ও শিক্ষার্থিরা।
মানববন্ধনে শহরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থিদের সঙ্গে নিহত লিসানের বাবা রফিকুল ইসলামও অংশগ্রহণ করেন। এ সময় তিনি ছেলের হত্যার ঘটনায় জড়িত অপরাধিকে গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ দেবব্রত ঘোষ, মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তাসহ অন্যান্যরা। অবিলম্বে নির্মম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ৭ জুলাই রোববার দুপুর ১ টায় মাগুরায় শহরতলীর শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মটর সাইকেল থামিয়ে ছুরিকাঘাতে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রথম বর্ষের ছাত্র লিসানকে হত্যা করা হয়।
ঘটনার পরদিন হত্যার পরিকল্পনাকারী লিসানের বন্ধু রবীন ও হাসান কে আটক করে পুলিশ। তবে মুল আসামি এখোনো পলাতক।