
কাশ্মীরের কুপওয়ারা জেলার জুমগন্ধে ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণরেখার ঠিক কাছেই সোমবার আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুরুতর জখম হয়েছেন এক ভারতীয় সেনা। জানা গেছে, আহত ওই সেনার নাম ভুপেন ছেত্রী। তাকে দ্রুগমুলার মিলিটারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহত ওই সেনা।
পাকিস্তানের তরফে অভিযোগ করা হয়, ভারত দ্বিপাক্ষিক সংঘর্ষবিরোধী চুক্তি লঙ্ঘন করছে। এদিনই রাজৌরির নৌশেরায় পাকিস্তানি সেনার গোলাগুলিতে কাশ্মীরের এক সাধারণ নাগরিক আহত হন। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়ে
চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। দিন কয়েক আগে গত ৩ জুলাই পাকিস্তানও দাবি করে, তাদের ছাম্ব সেক্টরে আইইডি বিস্ফোরণে ৫ সেনা সদস্য নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও একজন। ভারতের দিকেই আঙুল তোলে পাকিস্তান।
আইএ/পাবলিক ভয়েস