
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ভাতিজার বটির কোপে চাচা দুলাল মিয়ার মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পানাউল্লাচর এলাকায় এ ঘটনা ঘটে। দুলাল মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাচর এলাকার জব্বার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সন্ধ্যায় বাড়ির সীমানায় গাছ কাটা নিয়ে চাচা দুলাল মিয়ার সঙ্গে দুই ভাতিজা আক্তার ও বাছির মিয়ার ঝগড়া হয়। এক পর্যায়ে দুই ভাতিজা মিলে বটি দিয়ে দুলালকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় দুলালকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিআরএস/পাবলিক ভয়েস