
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র কার্যকরি পরিষদের উপ-প্রধান শেইখ আলী দামুশ বলেছেন, ইসলামি ইরানের বিরুদ্ধে মার্কিন নীতি ব্যর্থ হয়েছে। ইরানের মোকাবেলায় আমেরিকার ব্যর্থতার নিদর্শনগুলো এখন অনেক বেশি স্পষ্ট। তাদের অক্ষমতা প্রকাশ হয়ে পড়েছে। আমেরিকার অবস্থা এখন কিংকর্তব্যবিমূঢ়। তিনি সোমবার এ কথা বলেছেন বলে জানিয়েছে পার্সটুডে।
আলী দামুশ বলেন, পারস্য উপসাগরসহ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার সবচেয়ে সংক্ষিপ্ত পন্থা হলো ইরানের সঙ্গে আলোচনা। নিষেধাজ্ঞার নীতির পরিবর্তে সমঝোতার পথে আসতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে এবং চাপ বাড়িয়ে যাচ্ছে।
ট্রাম্প মার্কিন স্বার্থকে প্রাধান্য দিয়ে ইরানের সঙ্গে নতুন একটি চুক্তি করতে চায়। তবে ইরান বলেছে, বহু বছরের পরিশ্রমের ফসল পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ট্রাম্প বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছেন, ফলে তার সঙ্গে পুনরায় আলোচনার বসে লাভ নেই। ট্রাম্প আলোচনার যে প্রস্তাব দিয়েছে তা কেবলি লোকদেখানো।
আইএ/পাবলিক ভয়েস