
আলী আশরাফ: মাগুরায় কলেজছাত্র ক্রিকেটার লিসানকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।
আটক কৃতরা হলো, রবীন (১৯) পিং রেজাউল শেখ ও হাসান(১৯) পিং ফারুক হোসেন। উভয়ের বাড়ি পৌর এলাকার নিজনান্দুয়ালী গ্রামে।
পুলিশ জানায়, গতকাল রোববার দুপুর ১টার দিকে ক্রিকেটার লিসানুর রহমান লিসান (১৮) তার সহপাঠি দিপু এবং হাসানকে সঙ্গে নিয়ে শিবরামপুর এলাকা থেকে মটর সাইকেল চালিয়ে শহরের দিকে ফিরছিল। পথে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে ওই গ্রামের টিপু মিয়ার ছেলে সোহেল তাদের মটর সাইকেল থামিয়ে লিসানের বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় বাধা দিতে গেলে বন্ধু দিপুও গুরুতর আহত হয়। ঘটনার পরপর তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে দুপুর দেড়টার দিকে লিসানের মৃত্যু হয়।
আজ সোমবার সকালে মাগুরা থানায় এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান জানান। হত্যা রহস্য উদঘাটন হয়েছে। আসামিদের দুজনকে আটক করা হয়েছে। বাকী আসামিদের অবিলম্বে গ্রেফতার ও আইনের হাতে তুলে দেয়া হবে। তিনি মাগুরার জনগনকে উদবিগ্ন না হবার আহবান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, আহসান হাবীব ও মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।