মায়ানমারের রাখাইন তথা আরাকান রাজ্য বাংলাদেশের মানচিত্রে অন্তর্ভূক্ত করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা অন্যের জমি দখল করতে চাই না। কারো জমি দখল করে নিজ দেশের অন্তর্ভূক্ত করাকে অন্যায় বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
চিন সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আরাকানকে বাংলাদেশের অন্তর্ভূক্ত করা নিয়ে মার্কিন কংগ্রেসের প্রস্তাব প্রসঙ্গে এক সাংবাদিক প্রধানমন্ত্রী দৃষ্টিভঙ্গি জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।
রোহিঙ্গা সংকট নিরসনের রাখাইনকে বাংলাদেশের অন্তর্ভূক্ত করা নিয়ে মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষের প্রস্তাব প্রসঙ্গে এক সাংবাদিকের করা প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা কারো জমি দখল করতে চাই না। মায়ানমারের জমি দখল করে বাংলাদেশের সীমানা বাড়ানো হবে এটা আমি অন্যায় করি। তিনি বলেন, আমরা সবার সাথে বন্ধুত্ব রাখতে চাই। মায়ানমার আমার প্রতিবেশি দেশ। তাদের সাথে বৈরিতা নয় বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে চাই। তাছাড়া রাখাইন জুড়ে যে সমস্যা তৈরি হয়েছে আমরা কেন সেটা নিজেদের ঘাড়ে তুলে নিবো বলেও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
মার্কিন কংগ্রেসের প্রস্তাবের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা অনেক বড় দেশে। অনেক কিছুই বলতে পারে। কিন্তু আমরা জানি তারা যেখানে যায় অশান্তি সৃষ্টি হয়। জঙ্গিবাদ জন্ম হয়। একটা দেশের অংশ অন্য দেশের সাথে জুড়ে দেয়ার প্রস্তাব অন্যায়। তারা এটা কীভাবে করে, আমি এটাকে সমর্থন করি না।
প্রসঙ্গ, রোহিঙ্গা সংকট নিরসনে রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে কংগ্রেসম্যান ব্র্যাড শ্যারমান একটি প্রস্তাব পেশ করেন।প্রস্তাবে শ্যারম্যান প্রশ্ন রেখে বলেন, দক্ষিণ সুদান গঠনে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ভূমিকা রাখতে পারে তাহলে রাখাইনের ঘটনায় বাংলাদেশের সঙ্গে ওই ভূখণ্ড যুক্ত করতে কেন যুক্তরাষ্ট্র ভূমিকা রাখতে পারবে না। গত ১৩ জুন দক্ষিণ এশিয়ার জন্য বাজেট বিষয়ক শুনানি চলাকালে এই প্রস্তাব পেশ করেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় উপ কমিটির এই চেয়ারম্যান।