
বরিশাল ও খুলনার পর এবার প্রেমের টানে ফিলিপাইন থেকে এবার কিশোরগঞ্জে চলে এক প্রেমিকা।এনালিনি রোজালেস ফ্লোরেস নামের ওই প্রেমিকার বাড়ি ফিলিপাইনের ভিনগেট প্রদেশের ভাগিউ সিটির সেন্ট্রাল ফেয়ারভিউ গ্রামে। এনালিনির অনলাইনে বাংলাদেশের কৃষ্টি কালচার সম্পর্কে জেনেছেন। আর তা জানার পর থেকেই বাংলাদেশের প্রতি দুর্বল তিনি। এই সূত্রেই ফেসবুকে পরিচয় হয় বাংলাদেশের মো. জহিরুল ইসলাম রাজন এর সঙ্গে।
রাজনের বাড়ি কিশোরগঞ্জ শহরের পুরাতন কোর্ট রোডে এলাকার বাসিন্দা হাজী মো. আব্দুর রশিদের দ্বিতীয় ছেলে। প্রথমে দুইজনের মধ্যে জানাশোনা। এর পর রাত জেগে চ্যাটিং। এক সময় দুজনে তলিয়ে যান প্রেমের অথৈয় জলে। সিদ্ধান্ত নেন একত্রিত হওয়ার। এনালিনি পাসপোর্ট করে ভিসাও পেয়ে চলে আসেন বাংলাদেশে। রাজনের কাছে।
তিনি ২৭শে জুন রাজনের বাসায় এসে উঠলেন। এরপর প্রেমিক মো. জহিরুল ইসলাম রাজন এর পরিবারের সম্মতিতে শুক্রবার (৫ই জুলাই) মহাধুমধামে দু’জনের বিয়ে অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার (৪ঠা জুলাই) সন্ধ্যায় বিশাল আয়োজনে দু’জনের হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৫ই জুলাই) দুপুরে শহরের গাইটাল এলাকার অতিথি কমিউনিটি সেন্টারে রাজন-এনালিনি’র বিবাহোত্তর বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্তত হাজারখানেক অতিথি অংশ নেন।
আইএ/পাবলিক ভয়েস