মারুফ মুনির, বিশেষ প্রতিবেদক: লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পেরুকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ফাইনালে জিতার মধ্য দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে লাতিন আমেরিকার মুকুট ফের নিজেদের করে নিলো দলটি। এ নিয়ে সর্বোচ্চ ৯বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো পাঁচবারের ফিফা বিশ্ব চ্যাম্পিয়নরা।
[caption id="attachment_39495" align="aligncenter" width="558"] স্টেডিয়াম ছিলো ব্রাজিল সমর্থকদের জয়জয়কার[/caption]
কোপা আমেরিকার ফাইনালের মহারণে পেররু বিপক্ষে প্রথমার্ধে ২-১ গোলি এগিয়ে রয়েছে ব্রাজিল। ম্যাচের ১৫ মিনিটেই দলকে এগিয়ে দেন এভেরটন। জবাবে ম্যাচের ৪৪ মিনিটে প্যানাল্টির মাধ্যমে গোল পায় পেরু। তবে বিরতিতে যাওয়ার আগে অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিল স্ট্রাইকার জেসুস। বিরতি শেষে খেলা শেষ হওয়ার মাত্র ৩ মিনিট আগে শেষ গোলটি করে ব্রাজিল।
পাঁচবারে ফিফা চ্যাম্পিয়নরা দীর্ঘ ১২ বছর পর এবার অপরাজিত থেকে কোপা আমেরিকার ফাইনালে উঠতে পেরেছে। সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্ধী আর্জেটিনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে যায় ব্রাজিল। এর আগে সর্বোচ্চ ৮বার কোপায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছিলো ব্রাজিল। সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিলো ২০০৭ সালে।
/এসএস