
ভারতে এবার ধর্মযাজকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। দেশটির কেরেলার কচি নামক এলাকার একটি আশ্রমের ধর্মযাজক অপ্রাপ্তবয়স্ক ছেলেদের যৌন নির্যাতন করতেন। আর এই ঘটনায় রবিবার সকালে ওই ধর্মযাজককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। স্থানীয় পুলিশ জানায়, যৌন নির্যাতনের শিকার এক শিশুর বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে ৪০ বছর বয়সী ওই ধর্মযাজককে গ্রেফতার করা হয়েছে। ধর্মযাজক আশ্রমে থাকা অপ্রাপ্তবয়স্ক ছেলে শিশুদের যৌন নির্যাতন করা শুরু করেছেন গত বছরের ডিসেম্বর মাস থেকে।
প্রসঙ্গত, এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছিল, খ্রিষ্ট ধর্মাবলম্বীদের চার্চ ব্যবস্থায় নানা ধরনের যৌন নির্যাতনের কাহিনী শোনা যাচ্ছে। বিশেষ করে চার্চের পাদ্রী, ধর্মযাজক ও অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বদের দ্বারা শিশুদের যৌন নির্যাতনের কেলেঙ্কারিতে জর্জরিত ক্যাথলিক চার্চ। বিবিসির ওই প্রতিবেদনে থিওডোর ম্যাককারিক রোমান ক্যাথলিক ঘরানার ব্যক্তিত্ব এমন একজন ধর্মযাজকের পদবী কেড়ে নেওয়া হয়েছিল শিশু ধর্ষণের কারণে। এর আগে আয়ারল্যান্ডে শিশুদেরও যৌন নিগ্রহের শিকার হতে হয়েছিল ধর্মযাজকদের হাতে।
আইএ/পাবলিক ভয়েস