
আলী আশরাফ, মাগুরা: মাগুরা সদর উপজেলার শিবরামপুর এলাকার মডার্ন বাজারে জিসান (১৮) নামে এইচ এস সি ১ম বর্ষের ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। আজ (৭ জুলাই) রোববার দুপুরে এঘটনা ঘটে।
নিহত জিসান মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, জিসান মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন হঠাৎ সোহেল নামের একটি ছেলে জিসানের মোটরসাইকেলটির গতিরোধ করে ধারালো ছুরি দ্বারা জিসানের পেটে আঘাত করে। এতে জিসানের নাড়ি ভুঁড়ি বের হয়ে আসে। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।
এসময় ঠেকাতে গেলে দিপু (১৯) আহত হয়, সে পৌর এলাকার নিজনান্দুয়ালী গ্রামের মিঠু হোসেনের ছেলে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ঘাতক সোহেল শিবরামপুর গ্রামের টিপু মোল্ল্যার পুত্র বলে জানা যায়।
এ বিষয়ে মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সিরাজুল ইসলাম বলেন, ইতোমধ্যে অপরাধীকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।