
আজ রোববার গ্রীসে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ধারণা করা হচ্ছে এই নির্বাচনে রক্ষণশীল বিরোধী দলের কাছে বামপন্থী প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের দল সিরিজা পার্টি পরাজিত হবে। সকাল ৭টায় (০৪০০ জিএমটি) ভোট শুরু হয়ে সন্ধ্যা ৭টায় শেষ হবে। এথেন্স নিউজ এজেন্সি জানানিয়েছে, নির্বাচনে প্রায় এক কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। খবর এএফপির।
উল্লেখ্য, গ্রিস ইউরোপ মহাদেশের দক্ষিণ-পূর্ব অংশের একটি রাষ্ট্র যা বলকান উপদ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত। এর সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হচ্ছে উত্তরে বুলগেরিয়া, প্রাক্তন যুগশ্লাভিয়া প্রজাতন্ত্রী মেসিডোনিয়া এবং আলবেনিয়া; পূর্বে তুরস্ক। গ্রিসের মূল ভূমির পূর্বে ও দক্ষিণে এজিয়ান সাগর অবস্থিত, আর পশ্চিমে রয়েছে আইওনিয়ান সাগর। পূর্ব ভূমধ্যসাগরের উভয় অংশে গ্রিসের অনেকগুলো দ্বীপ রয়েছে।
আইএ/পাবলিক ভয়েস