
ভারতে প্রেমিকার বাড়ির লোকজনের হাতে মৃত্যু হল পাণ্ডুয়া এলাকার এক কিশরের। প্রেমিকার অন্যত্র বিয়ের ঠিক হয়ে গিয়েছিল। বিয়ে ঠিক হয়ে যাওয়া প্রেমিকার বিয়ে রুখতে আপ্রাণ চেষ্টা করেছিলেন হুগলির পাণ্ডুয়ার মহাদেব পুরের বাসিন্দা মিরাজ মহাম্মদ। প্রেমিকার বাড়ি গিয়ে বিয়ে না দেওয়ার জন্য অনুরোধ করেছিলো সে। এই বিয়ে রুখতে গিয়ে তার ফল হল মর্মান্তিক। মিরাজের অনুরোধ শুনেই রাগের বসে প্রেমিকার পরিবারের লোকজন বেধড়ক মারধর করে মিরাজকে।
মার খেয়ে অচৈতন্য হয়ে পড়ে থাকা মিরাকে হাসপাতালে নিয়ে গেল মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। ঘটনার জেরে এলাকায় প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। মিরাজের প্রতিবেশীদের অভিযোগ, ছেলে-মেয়ে দুজন দু’জনকে ভালোবাসতো। কিন্তু মেয়ের বাবা বিয়ে দিতে রাজি নন। ছেলেন মেয়ের বাড়িতে দু-একবার বিয়ের কথা বললেও মেয়ের বাড়ির লোকজন তার অন্যত্র বিয়ে ঠিক করে।
আইএ/পাবলিক ভয়েস