
রাজধানীর ওয়ারীতে সাত বছরের শিশু সামিয়া আফরিন সায়মার নিখোঁজের পর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার সকালে শিশুটির বাবা আব্দুস সালাম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ওয়ারি থানায় মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির নিরাপত্তা প্রহরীসহ ছয়জনকে আটক করা হয়েছে।
পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সামসুজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত এখনও চলছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর নির্মাণাধীন একটি ভবন থেকে সামিয়া আফরিন সায়মা নামে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়। সায়মা স্থানীয় সিলভারডেল নামে একটি বিদ্যালয়ের ছাত্রী ছিল।
ওয়ারী থানার ওসি আজিজুর রহমান জানান, মাগরিবের নামাজের আজানের সময় থেকে সামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর নির্মাণাধীন একটি ভবনের অষ্টম তলার কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে। মরদেহের মুখসহ বিভিন্ন স্থানে রক্তের দাগ ছিল। সামিয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এমন ধারণার কথাও জানান ওসি আজিজুর রহমান।
জিআরএস/পাবলিক ভয়েস