
সেলফি তুলতে গিয়ে মৃত্যুর খবর এখন অহরহ শোনা যায়। গত কয়েক দিন আগে আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে সেলফি তুলতে গিয়ে নিহত হয়েছে এমন কয়েকজনকে তুলে ধরেছিল। গবেষকরা বলছেন, সেলফি এখন মহামারিতে পরিণত হচ্ছে। মনমতো সেলফি তুলতে না পেরে অনেকে আত্মহত্যাও করছেন। এবার সেলফি তুলতে গিয়ে স্পেনে মৃত্যু হলো ব্রিটিশ দুই যুবকের। গত বুধবার স্থানীয় সময় বিকালে সমুদ্র সৈকত থেকে ১২ মিটার গভীরে পতিত হয়ে তাদের মৃত্যু বলে জানিয়েছে স্প্যানিশ সিভিল গার্ড। জানা যায়, ২১ ও ২২ বছর বয়সী ব্রিটিশ দুই যুবক আলিকান্তের ওরিয়েলায় সমুদ্র সৈকত থেকে ১২ মিটার উপরে হাঁটছিল।
ঐ দুই যুবক তখন নিজেদের মোবাইল দিয়ে সেলফি তোলার সময় নিজেদের ভারসাম্য হারিয়ে রেলিং থেকে নিচে পড়ে যায়। তাদের একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। খবর এল পাইস।অপরজনকে গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টার যোগে আলিকান্তে জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় পরের দিন বৃহস্পতিবার (৪ জুলাই) ঐ যুবকেরও মৃত্যু হয়। তবে নিহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, ‘সেলফিগ্রাফিক’ ওয়েবসাইটের তথ্য অনুসারে ২০১৬ সালে প্রতিদিন প্রায় ১ মিলিয়ন মানুষ বিভিন্ন মাধ্যমে সেলফি শেয়ার করেছে।
আইএ/পাবলিক ভয়েস